Thank you for trying Sticky AMP!!

মে দিবসে মেহনতি মানুষের পাশে বন্ধুসভা

মে দিবসে ঠান্ডা শরবত নিয়ে মানুষের পাশে বন্ধুসভা

গরমে স্বস্তি নেই জনজীবনে। মেহনতি মানুষের জন্য গরমের কষ্ট আরও বেশি। সোমবার মহান মে দিবসেও গরম গত কয়েক দিনের তুলনায় ব্যতিক্রম ছিল না। এই দিনটিতে মেহনতি মানুষদের কিছুটা স্বস্তি দিতে অন্য রকম এক আয়োজন করে চট্টগ্রাম বন্ধুসভা।

মে দিবস উপলক্ষে সোমবার ‘মেহনতি মানুষের পাশে বন্ধুরা’ শিরোনামের কর্মসূচির মাধ্যমে মেহনতি মানুষদের বিনা মূল্যে ঠান্ডা শরবত খাওয়ানো হয়। দুপুর ১২টায় চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় শুরু হয় এ কার্যক্রম। প্রায় দেড় ঘণ্টার কর্মসূচিতে এক হাজার শ্রমজীবী মানুষকে শরবত খাওয়ান বন্ধুরা।

শরবত খাওয়ার পর রিকশাচালক আবদুল হালিম বলেন, ‘গরমে শইলডা ভালা লাগতেছিল না। শরবত খাওনের পর শান্তি লাগতেছে।’

এমন কার্যক্রমের জন্য বন্ধুসভাকে ধন্যবাদ জানান ভ্যানচালক মোহাম্মদ আলী। তাঁর মতে, এমন উদ্যোগের ফলে শ্রমজীবী মানুষেরা কিছু সময়ের জন্য হলেও স্বস্তি পেয়েছেন।

চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম তানভীর বলেন, ‘চট্টগ্রাম বন্ধুসভা সব সময় ভালো কাজের সঙ্গে থাকে। গরমের মাঝে শ্রমজীবী মানুষদের শরবত খাওয়ানো সেসব কাজের একটি। আমরা এভাবেই সব সময় সাধারণ মানুষের উপকারে কাজ করে যেতে চাই।’

চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা শিহাব জিশানের নেতৃত্বে এ আয়োজনে অংশ নেন বন্ধুসভার ২০ জন বন্ধু। সমন্বয়কারী হিসেবে ছিলেন ফয়সাল হাওলাদার ও ইরফাতুর রহমান।