Thank you for trying Sticky AMP!!

আবরার হত্যার আসামি ক্লাসে যোগ দেওয়ায় বুয়েটের শিক্ষার্থীদের বিক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি ক্লাসে অংশ নেওয়ার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি ক্লাসে অংশ নেওয়ার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

গতকাল সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে বুয়েট শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডে অভিযুক্ত হওয়ায় আসামি রাশেদুল ইসলামকে বুয়েট থেকে বহিষ্কার করা হয়েছিল।

এর আগে ২০২১ সালের ২২ মে রাশেদুল ইসলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের সঙ্গে অনলাইন ক্লাসে অংশ নেন।

শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ করায় গত রোববার পর্যন্ত তিনি আর ক্লাসে আসেননি। তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের সঙ্গে আরেকটি ক্লাসে যোগ দিলে সাধারণ শিক্ষার্থীরা আবারও এর প্রতিবাদ জানান।

রাশেদুল ইসলামের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘এটা নিশ্চিত যে রাশেদুল আবরার ফাহাদ হত্যা মামলার অন্যতম আসামি এবং জড়িত ছিল। তাকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়।

এবার দ্বিতীয়বারের মতো সে ক্লাসে যোগ দেওয়ার চেষ্টা করেছে। আমাদের ভাইয়ের খুনির সঙ্গে ক্লাসে যাওয়াটা আমাদের জন্য লজ্জার।’