Thank you for trying Sticky AMP!!

জ্যাকসন হাইটসের এক রেস্তোরাঁয় এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড-এর পক্ষ থেকে বাংলা বর্ষবরণের ঘোষণা দেওয়া হয়। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ২৪ জানুয়ারি

নিউইয়র্ক টাইমস স্কয়ারে ১৪৩১ বর্ষবরণের ঘোষণা

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ১৪৩১ বাংলা বর্ষবরণের আয়োজনের ঘোষণা দিয়েছে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। টাইমস স্কয়ার এবং জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দুদিনের আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করা হবে।

জ্যাকসন হাইটসের এক রেস্তোরাঁয় সাহিত্য-সংস্কৃতিমনা শত মানুষের উপস্থিতিতে গত বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড-এর সভাপতি বিশ্বজিত সাহার সভাপতিত্বে বর্ষবরণের ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক হোসাইন কবির, সাপ্তাহিক ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, অভিনেত্রী লুৎফুন নাহার লতা, শত কণ্ঠের মহড়া পরিচালক মহিতোষ তালুকদার প্রমুখ।

বিশ্বজিত সাহা বলেন, ‘এবারের আয়োজনে তিন স্তরে অংশগ্রহণকারী নিশ্চিত করার পরিকল্পনা করছি আমরা। গতবারের অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত হবে পরিবারের শিশু এবং কিশোর-কিশোরীরা। এবার নিউইয়র্কের টাইমস স্কয়ারকে সাজানো হবে রমনার বটমূলের আদলে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ৫২টি অঙ্গরাজ্যের বসবাসরত বাঙালি অভিবাসীদের এই আয়োজনে অংশগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ২৫টি অঙ্গরাজ্য বরণ অনুষ্ঠানের যুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। বাঙালি সংস্কৃতিপ্রেমী অভিবাসীরা শত কণ্ঠের এই আয়োজনকে সহস্র কণ্ঠে নিয়ে যাবেন সেই প্রত্যাশা করছি।’

মুহম্মদ ফজলুর রহমান বলেন, টাইমস স্কয়ার এবং জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ১৩ ও ১৪ এপ্রিল শতাধিক কণ্ঠে বরণ করে নেওয়া হবে ১৪৩১ বঙ্গাব্দকে। এ ছাড়া এই আয়োজনে থাকবে মঙ্গল শোভাযাত্রা ও চিরায়ত বাংলার সাংস্কৃতিক পরিবেশনা। বৈশাখী মেলায় উপস্থিত থাকবেন দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা।  

অভিনেত্রী লুৎফুন নাহার লতা বলেন, বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে থেকেও অভিবাসীরা বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ ও লালন করেন। নিউইয়র্কে তীব্র ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করে শত শিল্পীর উপস্থিতি প্রমাণ করে এখানে যাঁরা এসেছেন, তাঁরা প্রত্যেকে প্রকৃত সংস্কৃতিকর্মী। তাঁদের হাত ধরেই বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। নিজেদের পরিবারে বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই।  

বর্ষবরণের ঘোষণা দেওয়ার পর প্রথম দিনের মহড়া পরিচালনা করেন মহিতোষ তালুকদার তাপস। তিনি বলেন, ‘প্রথম মহড়ায় প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনে হচ্ছে আমরা গত বছরের আয়োজনকেও ছাড়িয়ে যাব।’