Thank you for trying Sticky AMP!!

ঘোড়দৌড় ও মেলা

>

প্রতিবছর শীতের এ সময় সেখানে আয়োজন করা হয় ঘোড়দৌড় প্রতিযোগিতার। প্রতিযোগিতা ঘিরে সকাল থেকেই উৎসবে রূপ নেয় যশোর সদর উপজেলার রাজাপুর গ্রাম। রাজাপুর মাঠে ভিড় করে রাজ্যের মানুষ। এবারের প্রতিযোগিতায় নড়াইলের লোহাগড়া, রাজবাড়ীর পাংশা, ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা, মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ১৫টি ঘোড়া অংশ নেয়। ঘোড়াগুলোর নামও বাহারি—বাংলার নবাব, পঙ্খীরাজ, পবনরাজ, রাজদুলাল, বাহাদুর। এই প্রতিযোগিতা উপলক্ষে মেলাও বেশ জমে ওঠে। সেই মেলা ও ঘোড়দৌড়ের ছবি নিয়ে এবারের ছবির গল্প।

ঘোড়দৌড় দেখতে যাচ্ছে ছোট-বড় সবাই।
ঘোড়দৌড় উপলক্ষে আয়োজিত মেলায় বেলনু বিক্রি হচ্ছে।
মেলায় স্বজনদের সঙ্গে শিশুরা।
চাই হাওয়াই মিঠাই
আছে কুড়মুড় চানাচুর
মেলায় আগত নারী দর্শক
প্রতিযোগিতায় আসা ঘোড়া ও ঘোড়সওয়ার
ছুটছে ঘোড়াগুলো
তেজি ঘোড়ায় ছুটছে সওয়ারি