Thank you for trying Sticky AMP!!

অবসরকল্যাণের টাকা কাটার হার বৃদ্ধির প্রতিবাদ শিক্ষকদের

জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি ঘোষণাকালে সংগঠনের নেতারা। ছবি: প্রথম আলো

অবসর ও কল্যাণ সুবিধার জন্য এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে কেটে নেওয়া টাকার হার বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা কর্মসূচি ঘোষণা করেছেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ২৫ এপ্রিল দেশের সব উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ। এরপর ৩০ এপ্রিল সব জেলা সদরে এবং ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এরপরও দাবি পূরণ না হলে অবিরাম ধর্মঘট বা আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বেসরকারি শিক্ষকদের সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক মো. কাওছার আলী শেখ, শিক্ষক নেতা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, রঞ্জিত কুমার সাহা, আবুল কাশেম, আবু জামিল মো. সেলিম প্রমুখ।

আগে একেকজন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর কাছ থেকে প্রতি মাসে অবসরের জন্য ৪ শতাংশ ও কল্যাণ সুবিধার জন্য ২ শতাংশ টাকা কেটে রাখা হতো। সম্প্রতি এ হার বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অবসরের জন্য মূল বেতনের ৬ ও কল্যাণ সুবিধার জন্য ৪ শতাংশ টাকা কেটে রাখার প্রক্রিয়া শুরু হয়েছে।

সারা দেশে বর্তমানে এমপিওভুক্ত (সরকার থেকে মূল বেতনের শতভাগ পান) শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় পাঁচ লাখ।