Thank you for trying Sticky AMP!!

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

আবুধাবি থেকে ফেরত পাঠানোয় বিমানবন্দরে প্রবাসীদের বিক্ষোভ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে করে গতকাল রোববার আবুধাবিতে গিয়েছিলেন আরব আমিরাত প্রবাসী শ্রমিক মো. শাহ আলম। কিন্তু আবুধাবি বিমানবন্দর থেকেই তাঁকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়। শাহ আলম একা নন, তিনিসহ মোট ৬৮ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। আজ সোমবার সকালে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিক্ষোভ করেন তাঁরা । বিক্ষোভের একপর্যায়ে ফ্লোরে বসে পড়েন। বিক্ষোভের সময় হয়রানি ও আবুধাবিতে ফেরত পাঠানোর দাবিতে সরকারের হস্তক্ষেপ দাবি করেন এ সব প্রবাসী।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল আবুধাবিতে যাওয়ার পর বিমানবন্দরেই ৬৮জন প্রবাসীকে আটকে দেওয়া হয়। তাদের ইমিগ্রেশন না করিয়েই বিমানের ফিরতি ফ্লাইটে করে ঢাকায় পাঠানো হয়। তাঁরা যেসব কোম্পানি বা এজেন্সির মাধ্যমে আবুধাবিতে গিয়েছিলেন, সেসব প্রতিষ্ঠানের অনুমোদন আবুধাবি সরকার বাতিল করে দেয়। এ কারণে দেশটিতে তাঁদের ঢুকতেই দেওয়া হয়নি।

আজ বিকেল সাড়ে চারটার দিকে বিমানবন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, শাহজালাল বিমানবন্দরে আসার পর ইমিগ্রেশনের সামনে ৬৮জন প্রবাসী বিক্ষোভ শুরু করেন। তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁদের মধ্যে অনেকে বিমানবন্দর ছেড়ে চলে গেছেন। বাকিরাও হয়তো চলে যাবেন।