Thank you for trying Sticky AMP!!

আমাদের অসচেতনতা

যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে মৃত্যুর ঘটনা ঘটছে। এরপরও সড়কে অরাজকতা বন্ধ হয়নি। আগে যাওয়ার প্রতিযোগিতা তো রয়েছেই, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানোও বন্ধ নেই। পাশাপাশি নাগরিকদের সচেতনতারও ঘাটতি রয়েছে। পদচারী-সেতু ব্যবহার না করা, চলন্ত বাস থেকে নামার চেষ্টা, দুই বাসের মাঝখান দিয়ে চলাচল এবং চলন্ত বাসে ওঠার প্রবণতা অনেক সময় বিপদ ডেকে আনে। সুতরাং নাগরিকদের সচেতন হওয়াও জরুরি। সচেতনতা কমাতে পারে দুর্ঘটনার হার। সোমবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়।

দুই বাসের মাঝখান দিয়ে বাসে উঠছেন যাত্রীরা।
মাথার ওপরেই পদচারী-সেতু। এরপরও পথচারীরা ঝুঁকি নিয়ে নিচ দিয়ে সড়ক পার হচ্ছেন।
ঝুঁকি নিয়ে চলন্ত বাসে ওঠার চেষ্টায় এক যাত্রী।
পদচারী-সেতু ব্যবহার না করে অনেকেই ঝুঁকি নিচ্ছেন।
আগে যাওয়ার প্রতিযোগিতায় তিনটি বাস।
ঝুঁকি নিয়ে চলন্ত বাসে ওঠার চেষ্টায় এক যাত্রী।
চলন্ত বাস থেকে ব্যস্ত সড়কের মাঝখানে যাত্রী নামাচ্ছেন বাসের সহকারী।