Thank you for trying Sticky AMP!!

ঈদের জামাতে ডেঙ্গু থেকে মুক্তির দোয়া

রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: হাসান রাজা

প্রতিবছরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে হয়েছে ঈদুল আজহার প্রধান জামাত। এতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন। সকাল আটটায় এই জামাত অনুষ্ঠিত হয়।

আবহাওয়া ভালো থাকায় ঢাকার বিভিন্ন স্থান থেকে লাখো মুসল্লি ঈদের প্রধান জামাতে অংশ নেন। আজকের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

নামাজ শেষে মোনাজাতে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাতে ‘ডেঙ্গু বালা’ থেকে দেশের মানুষের মুক্তির জন্যও প্রার্থনা করা হয়।

মোনাজাতে ডেঙ্গুর কারণে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের আত্মার মাগফিরাত ও যাঁরা এখনো অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

নামাজ শেষে মুসল্লিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন, শুভেচ্ছা বিনিময় করেন।