Thank you for trying Sticky AMP!!

ঈদের দ্বিতীয় দিনের ঢাকা

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানীর অধিকাংশ মানুষ ঢাকার বাইরে। তাই বদলে গেছে চিরচেনা শহরের চিত্র। সড়কে যানজট নেই, নেই হর্নের হুংকার। বাতাসেও নেই কালো ধোঁয়া ও ধুলার প্রাধান্য। এ যেন অন্য এক শহর। ঈদের ছুটি যাঁরা ঢাকাতেই কাটাচ্ছেন, তাঁদের কাছে ঢাকা যেন সত্যিই অন্য রকম শহর। নগরবাসী স্বচ্ছন্দে চলাফেরা করছেন, ভিড় করছেন বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের দ্বিতীয় দিন গরম মানুষকে কিছুটা ভুগিয়েছে। তা ছাড়া উৎসবমুখরই ছিল গোটা শহর। সাধারণ মানুষ পরিবারের সদস্যদের নিয়ে ছুটেছেন এই বিনোদনকেন্দ্র থেকে সেই বিনোদনকেন্দ্রে। রাজধানীর কয়েকটি বিনোদনকেন্দ্রের চিত্র তুলে ধরা হলো।
কারওয়ান বাজারের সব সময়ের ব্যস্ত সার্ক ফোয়ারা মোড়ের আজ ভিন্ন দৃশ্য। ছবি: আবদুস সালাম
অনেকে ভিড় করেছেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। টিকিট কাউন্টারের সামনে সাধারণ মানুষের ভিড়। ছবি: আবদুস সালাম
লালবাগ কেল্লায় সেলফি তুলছেন কয়েকজন। ছবি: সাইফুল ইসলাম
সকাল থেকেই লালবাগ কেল্লা প্রাঙ্গণে মানুষের ভিড়। ছবি: সাইফুল ইসলাম
শিশুমেলায় খেলনা ঘোড়ায় চড়েছে শিশুটি। ছবি: সাইফুল ইসলাম
লালবাগ কেল্লা প্রাঙ্গণে মা-বাবার ছবি তুলে দিচ্ছে শিশুটি। ছবি: সাইফুল ইসলাম
জাতীয় চিড়িয়াখানায় অনেকে পিকনিক করতেও এসেছেন। ছবি: আবদুস সালাম
গন্ডার দেখছে সে। ছবি: আবদুস সালাম
শিশুমেলার রঙিন নৌকা আকর্ষণ করছে দর্শনার্থীদের। ছবি: সাইফুল ইসলাম
মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেড়াতে গিয়ে অনেকে চড়েছেন ঘোড়ার গাড়িতে। ছবি: সাইফুল ইসলাম
জাতীয় চিড়িয়াখানার ভেতরে মানুষ আর মানুষ। ছবি: আবদুস সালাম
পুরান ঢাকার সুরিটোলা স্কুল মাঠে চলছে ঈদমেলা। ছবি: হাসান রাজা