Thank you for trying Sticky AMP!!

একাধিক প্রতিষ্ঠানে করোনা শনাক্তের পরীক্ষা হবে: মীরজাদী সেব্রিনা

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা। ফাইল ছবি

একাধিক প্রতিষ্ঠান কোভিড-১৯ পরীক্ষা করবে। আগামী সপ্তাহে প্রতিষ্ঠানগুলো এসব পরীক্ষা শুরু করবে বলে সরকারি কর্মকর্তারা মনে করছেন। তবে পরীক্ষা হবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তত্ত্বাবধানে।

আজ বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি বলেন, দেশে কোভিড-১৯ শনাক্তের কিটের কোনো সংকট নেই। আরও কিট সংগ্রহের চেষ্টা চলছে। শিগগিরই অনেক কিট দেশে পৌঁছাবে।

শুরু থেকে আইইডিসিআরের ল্যাবরেটরিতেই শুধু এই পরীক্ষা হচ্ছে। পরীক্ষার সংখ্যাও খুব কম। এ নিয়ে গণমাধ্যমে কয়েক দিন ধরে সংবাদ প্রকাশিত হচ্ছে।

আর কোন কোন প্রতিষ্ঠানে কোভিড-১৯ শনাক্তের পরীক্ষা হবে, তার নাম অবশ্য মীরজাদী বলেননি।

তবে আজ চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১০০টি কিট তাঁরা পেয়েছেন। আগামী শনিবার পরীক্ষা শুরু করবেন তাঁরা।
এই প্রতিষ্ঠানের উন্নত মানের ল্যাবরেটরি আছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশেরও (আইসিডিডিআরবি) উন্নত ল্যাবরেটরিসহ পরীক্ষার সব ধরনের সক্ষমতা আছে। তবে গতকাল পর্যন্ত তাদের সহায়তার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।