Thank you for trying Sticky AMP!!

ওয়ারীতে ময়লাবাহী ট্রাকের চাপায় আবার গেল প্রাণ

সড়ক দুর্ঘটনা

রাজধানীর ওয়ারীর টিকাটুলী এলাকায় ময়লাবাহী ট্রাকের চাপায় স্বপন কুমার (৬২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, ট্রাকটি সিটি করপোরেশনের।

নিহত ব্যক্তি রুপা ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।  

Also Read: বৃদ্ধাকে ধাক্কা দেওয়া ময়লার গাড়ির দায় নিতে নারাজ দুই সিটি

ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মুহিন খান বলেন, প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনের ময়লাবাহী একটি ট্রাক টিকাটুলী থেকে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় উল্টো দিক দিয়ে রিকশায় আসছিলেন ওই যাত্রী। গাড়ি দেখে রিকশাচালক রিকশাটি দ্রুতগতিতে ঘোরানোর সময় যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। পরে ময়লাবাহী গাড়ি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরিদর্শক জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে গাড়িটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে এ ঘটনায় মামলা করা হবে বলে তিনি জানান।

Also Read: ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল নটর ডেম কলেজছাত্রের

গত ২৩ নভেম্বর রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান (১৭) নিহত হয়। এর এক দিন পর রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের

ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান আহসান কবির খান। তিনি দৈনিক সংবাদের কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন। তিনি প্রথম আলোর সাবেক কর্মীও।

এ মাসের ২ তারিখে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্টিকার লাগানো ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা আহত হয়েছেন।

Also Read: এবার উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল কবির খানের