Thank you for trying Sticky AMP!!

কদমতলীর যে সড়কে কোমরসমান 'পানি'র দুর্ভোগ

রাজধানীর কদমতলী শিল্প এলাকার ২৪ নম্বর সড়কের এই হাল। ছবি: আসাদুজ্জামান

আবদুস সালাম পেশায় একজন রিকশাচালক। থাকেন রাজধানীর কদমতলী থানার রসুলপুর এলাকায়। প্রতিদিন কদমতলী শিল্প এলাকার ২৪ নম্বর সড়ক (রসুলপুর) ব্যবহার করেন সালাম। বেহাল সড়কে চলতে গিয়ে সালামের রিকশা প্রায় নষ্ট হয়। সালামের কথায়, ‘এমন খারাপ রাস্তা ঢাকায় বুঝি আর একটিও নেই। দিনের পর দিন আমরা কষ্ট করতেছি। দেখার কেউ নেই। রাস্তা ঠিক হচ্ছে না।’

রসুলপুর সড়ক দিয়ে নিয়মিত চলাচল করেন মুস্তাফিজুর রহমান। তাঁর অভিযোগ, দুই বছর ধরে রসুলপুরের রাস্তাটির বেহাল। বৃষ্টি হলে রাস্তার মাঝখানে কোমরসমান পানি জমে যায়। প্রায় সেখানে রিকশা–ভ্যান উল্টে যায়। বাধ্য হয়ে এলাকার লোকজন এমন বেহাল সড়ক দিয়ে চলাচল করছে।

গত রোববার সরেজমিন দেখা গেল, রসুলপুর সড়কের হাজী তাহের আলী স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানাটির সামনের সড়কে পানি জমে আছে। এর খুব কাছে ফেমাস স্টিল হাউস। এই কারখানার সামনের সড়কে হাঁটুসমান পানি। এই অবস্থার মধ্যে সড়ক দিয়ে ট্রাক, সিএনজি, রিকশা, প্রাইভেটকার চলতে বাধ্য হচ্ছে।

কাজী নাদিয়া নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী বলল, ‘বৃষ্টির সময় এই রাস্তায় কোমরসমান পানি হয়। আমার মনে হয়, ঢাকা শহরে এমন খারাপ রাস্তা আর একটিও নেই।’

এ ব্যাপারে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘সত্যিকার অর্থে রাস্তাটির বেহাল। রসুলপুরের বাসিন্দারা অনেক কষ্ট করছেন। ইতিমধ্যে এই সড়কটিসহ আমার এলাকার অন্যান্য সড়ক সংস্কারের জন্য টাকা বরাদ্দ চেয়েছি। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে এই সড়কটি সংস্কার করা হবে।’

চাঁদাবাজির অভিযোগ
সরকারি উদ্যোগে সড়কটি সংস্কার না করায় কদমতলী শিল্প এলাকার কয়েকজন স্টিল ফ্যাক্টরির মালিক নিজেরা উদ্যোগী হয়ে ২৪ নম্বর সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে সড়কের পাশের নালার খননকাজ শুরু হয়। তবে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ রসুলপুরের সড়ক সংস্কারের কাজটি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন ফ্যাক্টরির মালিকেরা। ছয়জনের নাম উল্লেখ করে কদমতলী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন ফেমাস স্টিল নামের একটি কারখানার সুপারভাইজার।

ফেমাস স্টিল হাউসের ব্যবস্থাপনা পরিচালক রওশন আলী মাস্টার প্রথম আলোকে বলেন, স্থানীয় কয়েকজন চাঁদাবাজ ২৪ নম্বর সড়কের সংস্কারকাজ বন্ধ করে দিয়েছে। তাদের নামে থানায় জিডি করা হয়েছে। কিন্তু তাতে কোনা লাভ হয়নি। কারণ, প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর প্রথম আলোকে বলেন, ‘কদমতলী শিল্প এলাকার ২৪ নম্বর সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় মিল–মালিকেরা সড়কের সংস্কারকাজ শুরু করেছিলেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই কাজে বাধা দিয়েছেন বলে থানায় জিডি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

এদিকে পাগলা পয়োশোধনাগারের নির্বাহী প্রকৌশলী আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘কদমতলীর ২৪ নম্বর সড়কটির মালিকানা ওয়াসার। আমাদের অনুমতি না নিয়ে সড়কটি সংস্কার করা হচ্ছিল। আমরা থানায় জিডি করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছ।’

তবে কদমতলী শিল্প এলাকার স্টিল মালিকেরা দাবি করেছেন, ২৪ নম্বর সড়কটি ওয়াসা নয়, সড়কটি রাজউকের। স্থানীয় কাউন্সিলর এখন সবাইকে নিয়ে সড়কটি সংস্কারের কথা বলছেন।