Thank you for trying Sticky AMP!!

করোনাকালে কৃষ্ণচূড়া ও পাখির গল্প

করোনাভাইরাসের বিস্তারে সারা বিশ্বের মতো বাংলাদেশও থমকে গেছে। তবে প্রকৃতি তো আর বসে নেই, প্রকৃতির নিয়মেই ফুটছে ফুল, গাইছে পাখি। রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সড়কের দুই পাশের কৃষ্ণচূড়া গাছগুলো সবুজ পাতায় ঢেকে গেছে। আর সবুজ পাতার ফাঁক দিয়ে টকটকে লাল ফুলেরও দেখা মিলছে। আর গাছগুলোতে পাখিরা বসে মনের আনন্দে গান গাইছে। শোনা যাচ্ছে গাড়ির হর্ন আর পাখির কিচিরমিচির ।

প্রকৃতির নিয়মেই রাজধানীতে ফুটেছে কৃষ্ণচূড়া।
গাছের ডালে বসে কা কা করছে কাক।
লেকের টলটলে পানি।
মানুষের উপস্থিতি নেই, পাখিরা যেখানে সেখানে বসে জিরিয়ে নেওয়ার ফুসরত পাচ্ছে।
নিরিবিলিতে গাছে বসে আছে পাখি, নিজের মনেই কিচিরমিচির করে।
মানুষের উপস্থিতি নেই, এখন মাঝে মাঝে গাড়ির হর্ন আর পাখির কিচিরমিচির ছাড়া আর কিছু শোনা যায় না।
সবুজ পাতা ও কৃষ্ণচূড়া অন্য সময় দর্শকদের মুগ্ধ করে। এখন আর তা দেখার উপায় নেই।