Thank you for trying Sticky AMP!!

করোনা চিকিৎসা: হস্তান্তরে প্রস্তুত বসুন্ধরার হাসপাতাল

স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের জন্য প্রায় প্রস্তুত করোনা মোকাবিলায় অস্থায়ীভাবে নির্মিত বসুন্ধরা করোনা হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি দিন নির্ধারণ করে দিলেই হস্তান্তর করে দেওয়া হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মিত এই হাসপাতাল।

করোনায় আক্রান্ত লোকজনের চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) দেশের বৃহত্তম অস্থায়ী হাসপাতালটি নির্মাণে চলছে শেষ পর্যায়ের কাজ।
শেষ মুহূর্তের কাজে ব্যস্ত এক কর্মী
এখন চলছে বেড, আসবাব ও চিকিৎসা সরঞ্জাম লে-আউট করে জায়গামতো বসানোর কাজ।
ইতিমধ্যে প্রায় ১ হাজার ৩০০ বেড স্থাপনের কাজ শেষ।
ফ্লোরম্যাট বসানোর কাজ চলছে
আইসোলেশন ইউনিটের সুসজ্জিত বেড। বসুন্ধরায় করোনা চিকিৎসায় দৃশ্যমান হওয়ার অপেক্ষায় হাসপাতাল।
কাজ করছেন এক কর্মী।
কোভিড-১৯ বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যত দিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে, তত দিন এ অস্থায়ী হাসপাতাল ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।