Thank you for trying Sticky AMP!!

করোনা নিয়ন্ত্রণে রাইজ প্রকল্পের সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলবে: স্বাস্থ্যের ডিজি

অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, করোনা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি রাইজ প্রকল্পের সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, সাম্প্রতিক কোভিড-১৯–এর উত্থানের সঙ্গে সঙ্গে যথাযথ আইসিইউ চিকিৎসা এখন অত্যাবশ্যক। রাইজ প্রকল্পের প্রশিক্ষণ স্বাস্থ্য অধিদপ্তর ও সরকারের করোনা অতিমারি নিয়ন্ত্রণের প্রচেষ্টায় ইতিবাচক প্রভাব ফেলবে।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইউএসএইড ‘রাইজ ভেন্টিলেটর ডেপ্লয়মেন্ট অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউএসএইডের রাইজ প্রকল্পটি স্বাস্থ্য অধিদপ্তর, জ্যাপাইগো এবং বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার ও পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) যৌথভাবে বাস্তবায়ন করছে। এ প্রকল্প সারা দেশে আইসিইউ পরিষেবাগুলোকে কার্যকর ও শক্তিশালী করতে প্রযুক্তিগত সহায়তা করছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্টের লাইন ডিরেক্টর মাজহারুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন কোভিড-১৯ জাতীয় পরামর্শক কমিটির সভাপতি মো. শহীদুল্লাহ, সদস্য খলিলুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) মো. ফরিদ হোসেন মিয়াহ, স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি (অতিরিক্ত মহাপরিচালক) আহমেদুল কবির প্রমুখ।