Thank you for trying Sticky AMP!!

কারওয়ান বাজারে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন

কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে বিকেল তিনটার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলার পর বাসটি সরিয়ে নেয়। ঢাকা, ০৭ ডিসেম্বর। ছবি: ফেরদৌস রহমান

রাজধানীর কারওয়ান বাজারে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে কারওয়ান বাজারের পদচারী–সেতুর সামনের সড়কে এ ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে বিকেল তিনটার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগে। ঢাকা, ০৭ ডিসেম্বর। ছবি: ফেরদৌস রহমান

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-শাহবাগ রুটে ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাস বেলা পৌনে তিনটার দিকে ফার্মগেট হয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। বাসটি কারওয়ান বাজার পেরিয়ে যাওয়ার সময় এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। পদচারী–সেতু সামনে আসার পর বাসটি থেমে যায়। এ সময় ওই বাসের ভেতরের যাত্রীরা জানালা ও দরজা দিয়ে বের হয়ে যান। এর অল্প সময় পর পুরো বাসে আগুন ধরে যায়। এ কারণে কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত পুরো সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বেলা তিনটার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।

কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে বিকেল তিনটার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগে। ঢাকা, ০৭ ডিসেম্বর। ছবি: ফেরদৌস রহমান

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা সোহাগ মাহমুদ প্রথম আলোকে বলেন, আজ বেলা পৌনে তিনটার দিকে বাসটিতে আগুন ধরার খবর পান তাঁরা। সুন্দরবন হোটেলের সামনে থাকা তাদের একটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরে বাসটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়।

কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে বিকেল তিনটার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগে। ঢাকা, ০৭ ডিসেম্বর। ছবি: ফেরদৌস রহমান
কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে বিকেল তিনটার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা, ০৭ ডিসেম্বর। ছবি: ফেরদৌস রহমান