Thank you for trying Sticky AMP!!

কেরানীগঞ্জের এক ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত

কেরানীগঞ্জে ৬৫ বছর বয়সী এক ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার তাঁর দেহের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়।

জানা গেছে, ওই ব্যবসায়ী জ্বর,কাশির চিকিৎসা নিতে গত ২৯ মার্চ কেরানীগঞ্জের একটি ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসকের কাছে যান। এরপর ১ এপ্রিল তিনি কেরানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে ২ এপ্রিল তিনি চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালে যান। সেখানে তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ তাঁর পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যবসায়ীর করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাঁকে আইসোলশনে রাখার জন্য রাজধানীর বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ওই ব্যবসায়ী যেসব চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন, সেসব চিকিৎসকদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে। এ ছাড়া ব্যবসায়ীর সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হবে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর বাড়ি ও আশপাশ এলাকা লকডাউন করার প্রস্তুতি চলছে।