Thank you for trying Sticky AMP!!

কে মানে স্বাস্থ্যবিধি

প্রায় দুই মাস পর গণপরিবহন, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান চালু হওয়ার দ্বিতীয় দিনেও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি পালন করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে বেড়েই চলছে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি।
সদরঘাট লঞ্চ টার্মিনালে বিকাল চারটায় দক্ষিণবঙ্গগামী যাত্রীদের উপচে পড়া ভিড়।
ডেকে যাত্রীদের বসার জন্য নিদিষ্ট সীমানা করা হলেও অতিরিক্ত যাত্রী উঠানোয় তা মানা হয়নি
কমলাপুর রেল স্টেশনে টিকিট দেখাচ্ছে এক যাত্রী
স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের স্টেশনে প্রবেশ করাচ্ছেন রেল কর্মকর্তারা। কমলাপুর রেল স্টেশন বেলা ১২টার চিত্র।
চলাচলে সাধারণ মানুষ মানছে না সামাজিক দূরত্ব। কমলাপুর রেল স্টেশন বেলা ১১টার চিত্র।
সীমিত পরিসরে স্বাস্থ্যবিধির শর্ত সাপেক্ষে বাস চলাচল শুরু হয়েছে আজ। ৬০ শতাংশ বৃদ্ধি ভাড়া দিয়ে বাসে চড়ছে যাত্রী। গুলিস্তান এলাকায় বেলা ১টায়
বাসের উঠানোর আগে যাত্রীকে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন চালকের সহকারী
লকডাউন শিথিল করার দ্বিতীয় দিনে পুরান ঢাকার বাণিজ্যিক এলাকা নবাবপুর সড়কে যানজট। বেলা আড়াইটার চিত্র।
লকডাউন শিথিল করার দ্বিতীয় দিনে ফুলবাড়িয়া এলাকায় যানজট। বেলা আড়াইটার চিত্র।