Thank you for trying Sticky AMP!!

খানাখন্দের সড়কে পানি

>রাজধানীর দক্ষিণ বনশ্রীর প্রায় প্রতিটি সড়কের অবস্থা বেহাল। খানাখন্দে ভরা সড়কে জমে থাকে পানি। কিছু সড়ক খুঁড়ে রেখেছে সিটি করপোরেশন। বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। সড়কের এই দুরবস্থার কারণে স্থায়ীয় ব্যবসায়ী ও বাড়ির মালিকেরাও বিপাকে পড়েছেন। এলাকাবাসী এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান চান। ছবিগুলো রোববার দুপুরের।
দক্ষিণ বনশ্রীর প্রবেশমুখের সড়কের চিত্র।
দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের ওপর রাখা হয়েছে পয়োনালার বড় বড় পাইপ।
প্রধান সড়ক ছাড়াও অলিগলিতেও সংস্কারের কাজ চলছে। ‘কে’ ব্লকের একটি গলির চিত্র।
‘জি’ ব্লকের খানাখন্দে ভরা সড়কে জমেছে নোংরা পানি। এই সড়ক দিয়েই চলছে স্কুল বাস।
দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কে জমে থাকা পানির নিচে খানাখন্দ। রিকশা উল্টে যাওয়ার উপক্রম।