Thank you for trying Sticky AMP!!

ছবিতে গুলশানে হামলার রায়

>তিন বছর আগে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে ৮ আসামির মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাস দিয়েছেন আদালত। বিচার শুরু হওয়ার এক বছরের মাথায় বুধবার বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করলেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।
রায়কে ঘিরে ঢাকার আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
রায়কে ঘিরে আদালতে প্রাঙ্গনে নিরাপত্তা ছিল জোরদার
সকাল ১০ টা ২৩ মিনিটে হলি আর্টিজান মামলার আট আসামিকে ঢাকার আদালতে আনা হয়
১১ টা ৫৬ মিনিটে আসামীদের হাজতখানা থেকে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল তোলা হয়
রায় শেষে ১২টা ২৩ মিনিটে বের করে আনা হয় আসামীদের
রায়ে ৮ আসামির মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাস দেন আদালত
এ সময় আসামি রাকিবুল ইসলাম ওরফে রিগ্যান মাথায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) পতাকার প্রতীক সংবলিত টুপি পরেছিলেন
এরপর আসামিদের প্রিজন ভ্যানে তোলার পর জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকেও কালো কাপড়ে তৈরি একই রকম টুপি পরতে দেখা যায়
খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান
হলি আর্টিজান হামলায় নিহত এসি রবিউলের ভাই শামসুজ্জামান শামস আদালত প্রাঙ্গণে রায়ের প্রতিক্রিয়া জানান