Thank you for trying Sticky AMP!!

ছবিতে টোলারবাগ লকডাউন

রাজধানীর উত্তর টোলারবাগের গত কয়েক দিনে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। আরও কয়েকজন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে গতকাল রোববার থেকে টোলারবাগ আবাসিক এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগে পুরো এলাকা লকডাউনের ব্যবস্থা শুরু করেছেন।
টোলারবাগ আবাসিক এলাকাটি শুরু হয়েছে ডেলটা হাসপাতালের পাশ ঘেঁষে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আসা এক রোগী গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজধানীর ডেল্টা হাসপাতালে আসা ওই রোগীকে চিকিৎসা দেওয়া চিকিৎসক রোববার রাতে মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন।
এলাকার ফটকে রয়েছেন পুলিশ সদস্যরাও
রোববার রাত থেকে লকডাউনের বিষয়ে দিকনির্দেশনা দিয়ে মাইকিং করা হচ্ছে
বাসিন্দারা অনেকেই নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে এনে আটকা পড়েন
এলাকার ভেতর থাকা অনেকেই বের হতে পারেননি
কিন্তু বাসিন্দাদের অনেকেই বাইরে বের হওয়ার জন্য ফটকে চলে আসেন
পুলিশের বাধা না মেনেই তাঁরা বাইরে চলে আসেন
শুধু প্রয়োজনীয় জিনিসপত্র এলাকার ভেতরে যাবে—এ শর্তে এ ব্যক্তিকে রাজি করানো হয়
এক বার প্রবেশ করলে আর বের হতে পারবেন না কেউ—এমন শর্তে বাসিন্দাদের প্রবেশ করানো হচ্ছে