Thank you for trying Sticky AMP!!

জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ আগের চেয়ে কমেছে। শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। আজ বৃহস্পতিবার জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসক নাজিব মোহাম্মদের বরাতে জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম বলেন, জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা ফুসফুসের সংক্রমণ গতকালের চেয়ে কমেছে। তাঁকে নিয়মিত অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। তাঁর শারীরিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে।

জাহাঙ্গীর জানান, জাফরুল্লাহ চৌধুরীর অক্সিজেন প্রয়োজন হয় না। তবে গলায় এখনো ব্যথা আছে। এ ছাড়া তিনি জানান, মানসিকভাবে জাফরুল্লাহ চৌধুরী উজ্জীবিত রয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ মে থেকে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন করোনামুক্ত।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়, জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে মামুন মোস্তাফী ও নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।