Thank you for trying Sticky AMP!!

ঝুঁকি যেখানে নিত্য সঙ্গী

>

রাজধানীর দয়াগঞ্জের ডিস্ট্রিলারি রোডে রয়েছে যন্ত্রাংশ তৈরির বেশ কয়েকটি কারখানা। এসব কারখানায় তৈরি হয় ছোট-বড় যন্ত্রাংশ। অর্ডার দিয়ে যেকোনো আকারের যন্ত্রাংশ এখান থেকে বানিয়ে নেওয়া যায়। তবে ঝুঁকি এসব কারখানার শ্রমিকদের নিত্য সঙ্গী। কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কারখানাগুলোতে কাজ করেন শ্রমিকেরা। নেই অগ্নিনির্বাপণ যন্ত্র কিংবা প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম। ঝুঁকিপূর্ণ এই কাজ করা একেকজন শ্রমিকের মাসিক আয় ৭ থেকে ১২ হাজার টাকা। ছবিগুলো বুধবারের।

এমন দমবন্ধ করা পরিবেশেই কাজ করেন এখানকার শ্রমিকেরা।
উচ্চ তাপমাত্রায় ধাতু গলানো হয়। একটু অসাবধানতায় এই তরল ধাতু ঘটাতে পারে দুর্ঘটনা।
ভাঙা হচ্ছে ঢালাই। শ্রমিকের হাতে নেই কোনো দস্তানা।
এটি দিয়েই তৈরি হবে যন্ত্রাংশের ছাঁচ।
আজিজুল চার বছর ধরে যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করেন।
ছাঁচ থেকে বের হওয়া যন্ত্রাংশ।
জুড়ে থাকা যন্ত্রাংশগুলো আলাদা করছেন একজন।
তৈরি হচ্ছে ধাতব পাখার ব্লেড।