Thank you for trying Sticky AMP!!

ডিকাবের সভাপতি মন্টি, সম্পাদক তৌহিদ

আঙ্গুর নাহার মন্টি ও তৌহিদুর রহমান। ছবি: সংগৃহীত

নিউজ ২৪–এর আঙ্গুর নাহার মন্টি ও বাংলানিউজ২৪ডটকমের তৌহিদুর রহমান ২০২০ সালের জন্য ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন এই কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

ডিকাবের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি রবিউল হক (ডেইলি ইন্ডাস্ট্রি), যুগ্ম সম্পাদক মিজানুর রহমান (মানবজমিন), কোষাধ্যক্ষ আতিকুর রহমান (এশিয়ান মেইল), দপ্তর সম্পাদক জেসমিন পাপড়ি (জাগোনিউজ২৪ডটকম)। সদস্য ইশরাত জাহান ঊর্মি (ডিবিসি), খুররম জামান (বার্তা২৪), মাসুদ করিম (যুগান্তর), রাশেদ মেহেদী (সমকাল) ও রাহীদ এজাজ (প্রথম আলো)।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডিকাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বার্তা২৪ডটকমের প্রধান সম্পাদক আলমগীর হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে তাঁকে সহায়তা করেন দ্য ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ।

এর আগে ডিকাবের বিদায়ী কমিটির (২০১৯) সভাপতি রাহীদ এজাজের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে নুরুল ইসলাম হাসিব সাধারণ সম্পাদকের এবং মেহেদী হাসান কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন।