Thank you for trying Sticky AMP!!

ডেঙ্গু জ্বরে ঢাকা মেডিকেলে একজনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা একটার দিকে হাসপাতালটির মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম মো. দেলোয়ার (৪২)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি একটি জুতা কারখানার মালিক ছিলেন। শরীয়তপুরের জাজিরা উপজেলার পুরাতন বাজার এলাকার মৃত আবদুল ব্যাপারীর ছেলে দেলোয়ার।

দেলোয়ারের মেয়েজামাই রফিকুল ইসলাম বলেন, পাঁচ থেকে ছয় দিন আগে তাঁর শ্বশুর জ্বরে আক্রান্ত হন। রোববার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর ডেঙ্গু ধরা পড়ে। পরে আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, দেলোয়ারের স্বজনেরা হাসপাতাল থেকে তাঁর লাশ নিয়ে গেছেন।