Thank you for trying Sticky AMP!!

ঢাকা মাতালেন ফুয়াদ

>প্রায় এক দশক পর ঢাকার মঞ্চে ফিরলেন ফুয়াদ আল মুক্তাদির। গতকাল শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল-২-এ অনুষ্ঠিত হয় ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’। অনুষ্ঠানে ১২ জন শিল্পী মুগ্ধ করেন দর্শক ও শ্রোতাদের। সন্ধ্যা সাড়ে সাতটায় ডিরকস্টার শুভকে নিয়ে মঞ্চে ওঠেন ফুয়াদ। মিনিট কয়েক জ্যামিংয়ের পর মূল পরিবেশনা শুরু হয়। ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানটি দিয়ে শুরু হয় পরিবেশনা। কনসার্টে আরও পারফর্ম করেছেন তাশফি, লিংকন, এলিটা, রাফা, আলিফ, তাপস, জোহান, কনা, আনিকা, ফাইরুজ ও জেফার। স্কাই ট্র্যাকার আয়োজিত এই কনসার্টের রেডিও পার্টনার ছিল এবিসি রেডিও।
মঞ্চে সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির
প্রায় এক দশক পর ঢাকার মঞ্চে গান গাইলেন ফুয়াদ
বছরের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রেই থাকেন দেশের অন্যতম এই সংগীত পরিচালক
প্রায় এক দশক পর এবার এই বিশেষ কনসার্টে অংশ নিতে ঢাকায় এলেন ফুয়াদ
মোট ১২ জন শিল্পীর পরিবেশনায় মুগ্ধ হন দর্শক-শ্রোতারা
মঞ্চে ডিরকস্টার শুভ
দর্শক মাতিয়েছেন ফাইরুজ
ছিল আনিকার পরিবেশনাও
মঞ্চ মাতিয়েছেন কনা
গান গেয়েছেন আর্টসেল ব্যান্ডের লিংকন
কনসার্টের পুরো সময়টা ছিল ফুয়াদময়