Thank you for trying Sticky AMP!!

তাসলিমাকে পিটিয়ে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

তাসলিমা বেগম

ছেলেধরা সন্দেহে রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগমকে পিটিয়ে হত্যার মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার এ মামলার বাদীসহ তিনজন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতিমা ইমরোজের আদালতে সাক্ষ্য দিয়েছেন। আগামী ১১ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে।

যে তিনজন সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন, নিহত তাসলিমার ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন, অনিকুর রহমান ও বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা।

প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) দেলোয়ার হোসেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তাসলিমা বেগম হত্যা মামলায় গত ১ এপ্রিল ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এ ছাড়া এই হত্যা মামলায় আইনের সংস্পর্শে আসা দুই শিশু আসামির বিরুদ্ধে গত ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠন করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭। দুজনই জামিনে আছে।

২০১৯ সালের ২০ জুলাই বাড্ডায় স্কুল প্রাঙ্গণে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগমকে পিটিয়ে হত্যা করা হয়। পরে জানা যায়, তিনি তাঁর চার বছরের মেয়েকে ভর্তি করানোর বিষয়ে খোঁজ নিতে গিয়েছিলেন। গত বছরের ৭ সেপ্টেম্বর ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এই মামলায় ৩৪ জনকে সাক্ষী করা হয়।