Thank you for trying Sticky AMP!!

দেশের সুনাম ক্ষুণ্নের চেষ্টা হলে শক্ত ব্যবস্থা: ডিএমপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে কর্মসূচির নামে কেউ দেশের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করলে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম আজ রোববার এ সতর্কবার্তা দিয়েছেন।

‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্য নিয়ে ১৭ থেকে ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আজ রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিএমপির শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার বলেন, ‘ভিভিআইপিরা আসবেন। তাই রাজনৈতিক কোনো কর্মসূচি না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’

এ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণে আপত্তি জানিয়ে কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মনিরুল ইসলাম বলেন, ‘পাঁচটি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান আসবেন। এটা আমাদের জন্য আনন্দের। দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার রয়েছে। তবে আসন্ন উৎসবের সঙ্গে দেশের সুনাম জড়িত। এ জন্য এমন কর্মসূচিকে সরকারবিরোধী না বলে দেশবিরোধী বলছি।’ তিনি বলেন, ‘যাঁরা ইতিমধ্যে এ ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন, আমরা আশা করব, তাঁদের শুভবুদ্ধির উদয় হবে। এ ধরনের দেশবিরোধী ও দেশের সুনাম ক্ষুণ্ন হয়, এমন কর্মসূচি থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছি। এমন কোনো কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করা হলে শক্তভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’