Thank you for trying Sticky AMP!!

নতুন রূপে বাহাদুর শাহ পার্ক

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক আধুনিকায়ন করে নাগরিকদের জন্য গতকাল বুধবার খুলে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঐতিহ্যবাহী এই পার্কে পথচারীদের জন্য হাঁটার পথ, গণশৌচাগার, বেঞ্চ, সবুজ উদ্যান, অ্যাম্ফিথিয়েটার গ্যালারি, পার্কিং নির্মাণ করা হয়েছে। নাগরিকেরা ২৪ ঘণ্টাই পার্কটি ব্যবহার করতে পারবেন। এ জন্য ঝলমলে আলোর ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টির পানি অপসারণে পার্কের চারপাশে চার ফুট গভীর ড্রেন করা হয়েছে। মেঝেতে বিছানো হয়েছে নুড়িপাথর। ৮৫ দশমিক ৩ কাঠা আয়তনের এই পার্ক সংস্কারে ডিএসসিসির ব্যয় হয়েছে ৬ কোটি ৬৮ লাখ টাকা।

সিপাহি বিদ্রোহ স্মরণে বাহাদুর শাহ পার্কে নির্মিত স্মৃতিস্তম্ভ।
পার্কের বর্ধিত অংশে করা হয়েছে বসার স্থান ও হাঁটার সুন্দর পরিবেশ
বসার স্থানগুলো করা হয়েছে মার্বেল মোজাইক
সংস্কার ছাড়াই রয়েছে গ্রানাইট পাথরের তৈরি খাজা হাফিজুল্লাহ স্মৃতিস্তম্ভটি
পাবলিক টয়লেটে করা হয়েছে নতুন রং
নাগরিকেরা ২৪ ঘণ্টাই পার্কটি ব্যবহার করতে পারবেন
এ জন্য ঝলমলে আলোর ব্যবস্থা করা হয়েছে।
বৃষ্টির পানি অপসারণে পার্কের চারপাশে চার ফুট গভীর ড্রেন করা হয়েছে। মেঝেতে বিছানো হয়েছে নুড়িপাথর।
পার্কে পথচারীদের জন্য বর্ধিত হাঁটার পথে রয়ে গেছে পূর্বের সড়কের ট্রাফিক সিগন্যালের পোস্টটি