Thank you for trying Sticky AMP!!

নারায়ণগঞ্জে কলেজের সামনে প্রকাশ্যে ছাত্রদল নেতাকে মারধর করল ছাত্রলীগ

মারধরের শিকার ছাত্রদল নেতা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজের সামনে এক ছাত্রদল নেতাকে মারধর করেছে ছাত্রলীগ। প্রকাশ্যে এই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার দুপুরে শহরের আল্লামা ইকবাল সড়কে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই ছাত্রদল নেতার নাম শাহজাহান আলী (২৭)। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছে কলেজ ছাত্রলীগ।

ছাত্রদলের নেতা শাহজাহান আলী বলেন, তিনি ফতুল্লা থানা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক। মাস্টার্স পরীক্ষার মার্কশিট তুলতে বুধবার তিনি কলেজে যান। তখন কলেজের ভেতরে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী এসে তাঁকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছিলেন। কিছুক্ষণ পর কলেজ ছাত্রলীগের নেতা-কর্মী তাঁকে ধরে জাহানারা ইমাম কলাভবনের সামনে নিয়ে যান। সেখানে ২০–২৫ জন নেতা-কর্মী অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। মারধরের একপর্যায়ে যানজটের মধ্যে দৌড়ে পালিয়ে যান।

কিলঘুষি মারা হচ্ছে ছাত্রদল নেতাকে। ছবি: সংগৃহীত

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, ওই যুবক ছাত্রদলের সমর্থক কিংবা নেতা। পড়ালেখার কাজে কলেজে আসেন। কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে আগে থেকেই চিনতেন।

অভিযোগ অস্বীকার করে ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান ওরফে রিয়াদ প্রথম আলোকে বলেন, ‘মারধর করার বিষয়টি আমার জানা নেই। যদি ক্যাম্পাসের ভেতরে কিছু ঘটত, তাহলে আমি বলতে পারতাম। কিন্তু বাইরের বিষয়টি আমার জানা নেই।’

এ বিষয়ে সরকারি তোলারাম কলেজের সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ প্রথম আলোকে বলেন, বিষয়টি জানা নেই। কেউ কোনো অভিযোগ করেনি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, মারধরের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।