Thank you for trying Sticky AMP!!

নৌবাহিনীর কর্মকর্তার ওপর হামলায় জড়িতরা ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

নৌবাহিনীর কর্মকর্তার ওপর হামলার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কেউ অপরাধ করলে তাঁকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, তাঁকে আইনের মুখোমুখি হতেই হবে।

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় যে-ই জড়িত থাকুক তাঁকে আইনের আওতায় আনা হবে। সে যত বড় শক্তিশালী লোক হোক না কেন, সে জনপ্রতিনিধি হোক বা যে-ই হোক।

Also Read: হাজী সেলিমের গাড়ি থেকে বেরিয়ে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন মানুষকে এভাবে মারধর বা হত্যার হুমকি দেওয়া অপরাধ। তারপর তিনি একটি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি আরও বলেন, অপরাধ অপরাধই। সেটাই দেখার বিষয়।

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের যে ঘটনা ঘটেছে সেটা একটা অপরাধ। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতিমধ্যে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

Also Read: বিদেশি মদ পান, ওয়াকিটকি রাখায় হাজী সেলিমের ছেলের জেল