Thank you for trying Sticky AMP!!

পছন্দের গরু কিনতে গাবতলীতে

>নগরবাসীর একাংশ ঈদুল আজহার আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়া শুরু করেছে। আরেক অংশ পছন্দের কোরবানির পশু কিনতে ঘুরছে হাটে হাটে। আশা করা হচ্ছে আজ শুক্রবার থেকে পশুর বেচা–কেনা জমে উঠবে। রাজধানীর অন্যতম বড় ও ঐতিহাসিক কোরবানির পশুর হাটটি বসে গাবতলীতে। এই হাটে এসেছে নানা জাতের গরু। গরুর গালভরা সব নাম—ডন, বেল্টু, লালটু, বিগ বস, রাজা বাহাদুর, রাজ বাহাদুর, রাজাবাবু, পাগলু, কালু, লালু, যুবরাজ...। একেকটি গরুর দাম হাঁকা হচ্ছে ৪০ হাজার টাকা থেকে শুরু করে ৪০ লাখ টাকা। ক্রেতাদের অভিযোগ, এবার গরুর দাম চড়া। অন্যদিকে বিক্রেতারা বলছেন, গরু বিক্রি হচ্ছে না। ছবিগুলো শুক্রবারের।
রাজাবাবুর (সাদা–কালো) আর বীর বাহাদুর উভয়েরই দাম চাওয়া হচ্ছে ২৫ লাখ টাকা।
ক্রেতাকে আকৃষ্ট করতে গরুর নামসংবলিত ব্যানার টানানো হয়েছে।
দূর–দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে এই হাটে এসেছেন।
মাঝারি আকারের গরুর সারি।
গরুটির নাম কালা তুফান। ১২ লাখ টাকা দাম হাঁকা হচ্ছে।
হাটে গরু সাজানোর সরঞ্জাম বিক্রি করেন নজরুল ইসলাম।