Thank you for trying Sticky AMP!!

পথচারীদের বোঝাতে মরিয়া পুলিশ!

>রাজধানীতে পথচারীদের নিরাপদ পারাপারের জন্য পদচারী–সেতু থাকলেও তা ব্যবহারে অনীহা বেশির ভাগ পথচারীর। অনেকে জীবনের ঝুঁকি নিয়েই পার হন সড়ক। এমন অবস্থায় পথচারীদের সচেতনতা বাড়াতে ও পদচারী–সেতু ব্যবহার করতে সড়কে নেমেছেন পুলিশ সদস্যরা। আজ রোববার রাজধানীর কাকলী মোড়ে চারটি পয়েন্টেই দেখা যায় পুলিশের এই তৎপরতা। পুলিশ সদস্যরা মরিয়া হয়ে পথচারীদের সড়ক পার হতে বাধা দিচ্ছেন আর পদচারী–সেতু ব্যবহারের অনুরোধ করছেন। আবার রাস্তা পার হওয়ার সময় পদচারী–সেতুতে না উঠলে ট্রাফিক আইন সম্পর্কে এক ঘণ্টার কাউন্সেলিং ক্লাসও করায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের উদ্যোগে নেওয়া হয়েছে এ কর্মসূচি। রাজধানীর এয়ারপোর্ট সড়কের বনানী, কাকলী মোড়ে ২ এপ্রিল থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।
হঠাৎ দৌড়ে পার হতে যাওয়া পথচারীদের আটকিয়ে দেন এই পুলিশ সদস্য।
ব্যস্ত সড়কে হঠাৎ দৌড় দেন এই বৃদ্ধ।
পরে তাঁকে থামিয়ে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য বুঝিয়ে পদচারী–সেতু ব্যবহার করতে বলেন।
পথচারীদের বোঝাতে তাঁদের রীতিমতো হিমশিম খেতে হয়।
বেশির ভাগ পথচারীই তাঁদের এই নির্দেশনা মেনে নেন।
অবশ্য অনেক পুলিশ সদস্যকেও এ নিয়ম না মেনেই পার হতে দেখা যায়।
কাছেই পদচারী–সেতু, সেটা পথচারীদের দেখাতেই বেশ বেগ পেতে হয় পুলিশ সদস্যদের।
পথচারীরা অনেকেই বিষয়টা বেশ ভালোভাবেই নিয়েছেন। আবার অনেকে মন্তব্য করেছেন, ‘এভাবে করে কদিন আর চালাবে পুলিশ আমরা ঠিক না হলে।’
মাঝরাস্তা দিয়ে পার হতে না পেরে এক পথচারী বাধ্য হয়ে পথচারী–সেতুতে যাওয়ার এই চেষ্টা।