Thank you for trying Sticky AMP!!

পানিই যেখানে দুর্ভোগ

>

দূষণ ও দখলের কবলে ডিএনডি খাল। বৃষ্টির পানি নেমে যাওয়ার পথ নেই। এ কারণে একটু বৃষ্টিতেই যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগ, মাতুয়াইল, সানারপাড়সহ বেশ কিছু এলাকায় দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার সঙ্গেই ঢাকার মাতুয়াইলের দক্ষিণপাড়া এলাকার মানুষের বসবাস। গতকাল মঙ্গলবার বৃষ্টির পানিতে সয়লাব পুরো এলাকা। নোংরা পানি ঢুকে পড়েছে বসতিতেও। দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। ছবিগুলো আজ বুধবারের।

দক্ষিণপাড়া এলাকার অলিগলি পানিতে তলিয়ে গেছে
ইঞ্জিনে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা
ওয়াসার পানির পাম্পেও ঢুকেছে পানি
ঘরবাড়ি নোংরা পানিতে টইটম্বুর
বাসার ভেতরের পানি সেচায় ব্যস্ত একজন
তলিয়ে যাওয়া সড়কে চলতে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ
জলাবদ্ধতায় বিপাকে যেন কুকুরটিও