Thank you for trying Sticky AMP!!

প্যাভিলিয়ন ও স্টলে উঠছে বই

>অমর একুশে গ্রন্থমেলার জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান। বেশির ভাগ স্টল ও প্যাভিলিয়ন তৈরি হয়ে গেছে। সেগুলোকে এখন বই দিয়ে সাজাতে ব্যস্ত বিক্রয়কর্মীরা। আগামী রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার উদ্বোধন করবেন। এবার সাড়ে সাত লাখ বর্গফুট এলাকাজুড়ে আয়োজন করা হয়েছে বইমেলার। ৪৩৪টি প্রতিষ্ঠানকে ৬৯৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। স্টল ছাড়াও মেলায় থাকছে ৩৪টি প্যাভিলিয়ন। এবার সোহরাওয়ার্দী উদ্যানে স্থানান্তরিত হয়েছে ‘লিটল ম্যাগ’ চত্বর। ছবিগুলো শুক্রবারের।
বেশির ভাগ স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ শেষ।
প্যাভিলিয়নের তাকগুলো বই দিয়ে সাজাতে ব্যস্ত কর্মীরা।
নতুন-পুরোনো বই দিয়ে সাজানো হচ্ছে স্টল।
নিজেদের সেরা বইগুলো পাঠকের সামনে তুলে ধরতে চান বই বিক্রেতারা।
রিকশা-ভ্যান ভরে বই আসছে।
পাঠকের চাহিদা অনুযায়ী সাজানো হচ্ছে বইয়ের পসরা।
স্টলের সামনে বিছিয়ে রাখা হচ্ছে বই।