Thank you for trying Sticky AMP!!

প্রকাশক দীপন হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি ১৩ জানুয়ারি

ফয়সল আরেফীন দীপন

প্রকাশক ফয়সল আরেফীন দীপন হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য ১৩ জানুয়ারি তারিখ ঠিক করেছেন আদালত। আজ সোমবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই তারিখ ঠিক করেন।

এর আগে আজ আসামি খাইরুল ইসলাম ওরফে জামিলের পক্ষে সাফাই সাক্ষ্য দেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। সম্পর্কে তিনি আসামি খাইরুল আলমের ভগ্নিপতি। আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ২৩ জনকে আদালতে হাজির করা হয়।

২০১৫ সালের ৩১ অক্টোবর দুপুরের পর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ঢুকে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন প্রায় একই সময়ে লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আহমেদুর রশীদ, লেখক সুদীপ কুমার ওরফে রণদীপম বসু ও প্রকৌশলী আবদুর রহমানকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করে। দুই ঘটনায়ই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের জঙ্গিরা জড়িত বলে জানা গেছে।

২০১৯ সালের ১৯ মার্চ প্রকাশক দীপন হত্যা মামলায় আটজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। পরে ওই বছরের ২২ অক্টোবর আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিরা হলেন খাইরুল ইসলাম ওরফে জামিল, মো. শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের, মইনুল হাসান শামীম ওরফে সিফাত, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব, মো. মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবদুস সবুর ওরফে সামাদ, সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন ওরফে হাসিব। তাঁদের মধ্যে পরের দুজন পলাতক। মেজর জিয়া এই গোপন সংগঠনের কথিত সামরিক শাখার প্রধান।