Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশিদের আনতে দিল্লিতে বিমানের বিশেষ ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২৪ এপ্রিল বিশেষ ফ্লাইটটি ভারতের দিল্লি থেকে তাঁদের নিয়ে আসবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোকাব্বির হোসেন আজ মঙ্গলবার এ কথা জানান। তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের দিল্লি থেকে দেশে ফেরার জন্য বিমান আগামী ২৪ এপ্রিল বিশেষ ফ্লাইটটি পরিচালনা করবে। এ ফ্লাইটের টিকিট বিমানের মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইট থেকে কেনা যাবে। ইকোনমি ক্লাসে ১৫০ জন এবং বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন। আজ ২১ এপ্রিল বিকেল থেকে ২৩ এপ্রিল বেলা ২টা পর্যন্ত এই ফ্লাইটের টিকিট কেনা যাবে।

বিমান ছাড়াও ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইনস। এ জন্য চেন্নাই থেকে ছয়টি এবং কলকাতা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করছে তারা। আজ চেন্নাই থেকে তাদের ফ্লাইটে ১৬৯ জন বাংলাদেশি ঢাকায় এসেছেন। এর আগে গতকাল সোমবার তাদের আরেকটি ফ্লাইটে আরও ১৬৪ জন যাত্রী দেশে ফেরেন।