Thank you for trying Sticky AMP!!

বিমানবন্দর সড়কে স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া বাসের চালক রিমান্ডে

আদালত

রাজধানীর বিমানবন্দর সড়কে স্বামী-স্ত্রীকে চাপা দেওয়ার ঘটনায় আজমেরী গ্লোরি পরিবহনের বাসচালককে রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম ফরমান আলী প্রথম আলোকে বলেন, বাসচালক তসিকুল ইসলামকে আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার রাতে গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার সকালে মো. আকাশ ইকবাল ও তাঁর স্ত্রী মায়া হাজারিকা মোটরসাইকেলে করে তাঁদের কর্মস্থলে যাচ্ছিলেন। এর চালক ছিলেন ইকবাল। বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালের কাছে ইউলুপে আজমেরী গ্লোরি পরিবহনের বাসের ধাক্কায় তাঁরা দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আকাশ ইকবাল পদ্মা সেতু প্রকল্পে এবং মায়া হাজারিকা হোটেল লেক ক্যাসলে চাকরি করতেন।