Thank you for trying Sticky AMP!!

বুয়েটের দেয়ালচিত্রে নগরজীবন

>প্রকৌশলবিদ্যার শিক্ষার্থী হওয়া মানেই জীবনে শিল্পচর্চা থাকবে না, তা তো নয়। বুয়েট ক্যাম্পাস ঘুরে দেখলেই বোঝা যায়, এ প্রতিষ্ঠানের অনেকেই শিল্পকলা চর্চা করেন। তাঁদের ক্যাম্পাসের দেয়ালগুলো শুধুই ইট-রড-সিমেন্টেই সীমাবদ্ধ নয়। দেয়ালগুলো প্রাণবন্ত নানা রঙের দেয়ালচিত্রে। নগরজীবনের নানা দিক দেয়ালচিত্রে ফুটে উঠেছে। আমাদের জীবনে জায়গা করে নেওয়া পাশ্চাত্য সংস্কৃতির নানা অনুষঙ্গও অনেক গ্রাফিতির উপজীব্য। ছবিগুলো মঙ্গলবারের।
দেয়ালচিত্রে কিংবদন্তি হলিউড তারকা মেরিলিন মনরোর প্রতিকৃতি।
‘ওস্তাদের মাইর শেষ রাতে’।
বিশ্বখ্যাত কমিক ও অ্যানিমেশন সিরিজ ড্রাগন বলের একটি জনপ্রিয় চরিত্র ‘গোকু’।
ক্যানটিনের জানালায় সংগীতবিষয়ক গ্রাফিতি।
গ্রাফিতির মাধ্যমে চিত্রশিল্পী সালভাদর দালিকে স্মরণ।
‘অলস শহর’-এর চিত্র।
দেয়ালচিত্রে জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শিকাগোর সিয়ার্স টাওয়ারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান।