Thank you for trying Sticky AMP!!

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অনশন স্থগিত

তৃতীয় ধাপে বাদ পড়া সাত হাজার ২২৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি স্থগিত করেছে ‘বাংলাদেশ নব-জাতীয়করণকৃত ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’।

গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে সমিতির কেন্দ্রীয় কমিটির নেতারা জানিয়েছিলেন আজ শনিবার এই কর্মসূচি পালন করা হবে। তবে শনিবার বিকেলে তাঁরা আবার সংবাদ সম্মেলন করে বলেন, আগের সিদ্ধান্ত তারা প্রত্যাহার করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ মতিয়ার রহমান সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বাংলাদেশ নব-জাতীয়করণকৃত ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’ মনে করে তাঁদের দাবি পূরণে সরকার আন্তরিক। এ কারণে তাঁরা এখনই অনশন কর্মসূচির মতো কঠোর সিদ্ধান্ত নিতে চান না।