Thank you for trying Sticky AMP!!

মদিনা ট্রেডিংয়ের কর্মকর্তা হত্যায় ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

আদালত

রাজধানীর শ্যামপুর এলাকায় মদিনা ট্রেডিংয়ের কর্মকর্তা হাবিবুর রহমান হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আরেক আসামি খালাস পেয়েছেন।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩–এর বিচারক মনির কামাল আজ বৃহস্পতিবার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মোস্তফা মুন্সী। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবদুস সাত্তার। দুজনই পলাতক। আর খালাস পেয়েছেন আসামি মজিবুর রহমান। আসামি মজিবুর রহমান রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর শ্যামপুরের লাল মসজিদ এলাকায় একটি দোকানের সামনে মদিনা ট্রেডিংয়ের কর্মকর্তা হাবিবুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় হাবিবুর রহমান বাধা দিলে আসামিরা তাঁকে গুলি করে হত্যা করেন।