Thank you for trying Sticky AMP!!

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগ অবরোধ

৭ দফা দাবিতে শাহবাগ অবরোধ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে এক ঘণ্টার জন্য শাহবাগ মোড় অবরোধ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামের একটি সংগঠন৷

সংগঠনটির নেতা-কর্মীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা শাহবাগ ছাড়বেন না৷

সাত দফা দাবিতে আজ সোমবার সকাল ১০টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতা-কর্মীরা৷ পরে দুপুর ১২টা ২০ মিনিটে সংগঠনের দেড় থেকে দুই শ নেতা-কর্মী জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের রাস্তা আটকে সেখানে বসে পড়েন৷

এই অবরোধ কর্মসূচির কারণে শাহবাগ থেকে পল্টন, কাঁটাবন, বাংলা মোটর ও টিএসসি অভিমুখী মূল সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল৷ এর ফলে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়৷ তবে পাশের সরু রাস্তা দিয়ে কিছু কিছু গাড়ি চলছিল৷

কর্মসূচির নেতৃত্বে ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম৷ দুই নেতা সংগঠনের বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়ে সমাবেশ করেন আর চারদিকে ব্যানারসহ অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন অন্য নেতা-কর্মীরা৷

অনুমতি ছাড়াই রাস্তা অবরোধ করায় শুরু থেকেই পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বলছিল৷ এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের কয়েক দফায় বাগবিতণ্ডাও হয়৷ অবরোধ ছাড়তে না চাওয়া ক্ষুব্ধ মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে একপর্যায়ে পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদের তুমুল বাগযুদ্ধ হয়৷

পরে সোয়া একটার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ সমাপ্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান সোলায়মান মিয়া৷ তিনি বলেন, ‘জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আজকের কর্মসূচি স্থগিত করছি৷ ২৩ ফেব্রুয়ারি আমরা আবার শাহবাগে আসব৷ সেদিন শাহবাগে কোনো গাড়ি চলবে না৷’ সোলায়মানের এই ঘোষণার পর সংসদের নেতা-কর্মীরা অবরোধ প্রত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হয়৷

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অন্য দাবিগুলো হলো-সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষায় আইন পাস, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ বা মৃত মুক্তিযোদ্ধা ও অসুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করা, ১৯৭২ সালের সংজ্ঞা অনুযায়ী স্বচ্ছ তালিকা প্রণয়ন, মুজিব কোটের পবিত্রতা রক্ষায় সিনেমা, সিরিয়াল নাটকের চরিত্রের মুজিব কোট পরা নিষিদ্ধ করাসহ মন্দ লোকদের মুজিব কোট পরার বিরুদ্ধে আইন প্রণয়ন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর। সরকারি অফিস ও বিমানবন্দরসহ সব ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেওয়া৷