Thank you for trying Sticky AMP!!

মেলায় বাহারি পাটের পণ্য

>পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার শেষ দিন ছিল রোববার। মেলাটির আয়োজন করে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)। রাজধানীর মতিঝিলে করিম চেম্বারে চলে বাহারি এই পাটপণ্যের মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা নিজেদের প্রায় ২০০ ধরনের পাটপণ্য প্রদর্শন ও বিক্রি করেন। এবারের মেলায় ৩৩টি স্টল স্থান পায়। পলিথিনের বিকল্প হিসেবে পচনশীল সোনালি ব্যাগ (জুটপলি) এবং পাটপাতার পানীয় (পাট পাতার চা) প্রদর্শন করা হয়। ছবিগুলো রোববারের।
দর্শনার্থী ও ক্রেতারা মেলায় আসছেন এবং নিজেদের পছন্দের পণ্য কিনছেন।
পাটের আঁশে তৈরি নানা ধরনের ব্যাগ।
পাটের তৈরি নানা নকশার জুতা।
ঘরসজ্জার নানা পাটপণ্য মেলায় পাওয়া যাচ্ছে।
মেলার শেষ দিনেও মেলায় ক্রেতার সমাগম ছিল।
পাটের তৈরি শাড়ি।
বিক্রি হচ্ছে পাট পাতার পানীয় (পাট পাতার চা) ।
টবের সৌন্দর্য বাড়াবে পাটের তৈরি কভার।
শিশুদের জন্য নানা রং ও নকশার কলমদানি।