Thank you for trying Sticky AMP!!

যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকা ছাড়ার পরামর্শ হাইকমিশনের

করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন। ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন আজ শুক্রবার দুপুরে তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্যে বলছি, ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেষ্টারে বিমানের ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্য ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি।'

এদিকে ঢাকায় মার্কিন দূতাবাস বাংলাদেশ ছাড়তে আগ্রহী সে দেশের নাগরিকদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে। ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে শুক্রবার এ তথ্য জানিয়েছে।
মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘বাংলাদেশ ছেড়ে যেতে আগ্রহী যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্লাইটের ব্যবস্থা করতে দূতাবাস সার্বক্ষণিকভাবে কাজ করছে। ফ্লাইটের তারিখ ও সময়ের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য এখনো আমরা জানি না। আমরা ওই তথ্য পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দেব। ’

প্রসঙ্গত এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার আলাদা তিনটি ফ্লাইটে ভুটান ও মালয়েশিয়ার সাড়ে তিন শ নাগরিক বাংলাদেশে ছেড়ে গেছেন।