Thank you for trying Sticky AMP!!

রাজধানীতে ছিন্নমূল মানুষকে এক বেলা খাওয়াবে ডিএমপি

রাজধানীতে প্রতিদিন দুপুরে ২ হাজার ৫০০ ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকের মধ্যে খাবার সরবরাহ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আগামীকাল রোববার থেকে রাজধানীর ৫০টি থানা প্রতিদিন ২ হাজার ৫০০ ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

পুলিশ কমিশনার বলেন, আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হবে।

সরকার সারা দেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সেই দিন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মধ্যে এভাবে খাবার সরবরাহ করা হবে।

ডিএমপির কমিশনার বলেন, রাজধানীতে হোটেল, বেকারিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকবে। জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যেকোনো ব্যক্তি রাস্তায় চলাফেরা করতে পারবেন বলেও জানান তিনি।