Thank you for trying Sticky AMP!!

রাজধানীতে দুপুর পর্যন্ত যানজটে দুর্ভোগ

বিমানবন্দর এলাকায় যানজট

সকাল নয়টায় রাজধানীর বনশ্রীর ‘সি’ ব্লকের বাসা থেকে বের হয়েছিলেন বেসরকারি চাকরিজীবী মাজেদুল হক। গন্তব্য বাংলামোটর। প্রতিদিনের মতো হাতিরঝিল হয়ে যাবেন বলে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তিনি। হাতিরঝিল দিয়ে যান চলাচল বন্ধ থাকায় পথ ঘুরে রামপুরা ডিআইটি প্রজেক্ট সড়ক দিয়ে রওনা হন। মৌচাক মোড়ে পৌঁছানোর আগেই যানজটে পড়েন। যানজট ঠেলে সেখান থেকে বাংলামোটরে পৌঁছাতে তাঁর সোয়া দুই ঘণ্টা লেগে যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার সকালে ঘর থেকে বেরিয়ে মাজেদুল হকের মতো যানজটের দুর্ভোগে পড়েন অনেক রাজধানীবাসী। যানজটের কারণে তাঁরা আটকা পড়েন নগরের সড়কে বা গলিতে।

যানজটে আটকা পড়ে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। কেউবা গন্তব্যে পৌঁছানোর পর তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট নামক পেজে রাজধানীর বিভিন্ন প্রান্তের লোকজন যানজটে তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেছেন। একই সঙ্গে তাঁরা বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ে তথ্য দিয়েছেন, যাতে অন্যরা যাতায়াতের ক্ষেত্রে সাবধান হন।

বেলা একটার পর থেকে রাজধানীর সড়কগুলোয় যান চলাচল কিছুটা স্বাভাবিক হয় বলে ট্রাফিক পুলিশ জানায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, বেলা একটা পর্যন্ত হাতিরঝিল দিয়ে যান চলাচল বন্ধ থাকায় অন্যান্য সড়কে কিছুটা চাপ পড়ে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, হাতিরঝিল হয়ে যেসব গাড়ি চলত, তা পথ পরিবর্তন করে অন্য সড়ক দিয়ে যায়। এর পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কে নির্মাণকাজ চলায় যানজট বাড়ে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।