Thank you for trying Sticky AMP!!

রাতের আকাশে রঙের ছোঁয়া

>শেষ হলো ২০১৯। নতুনের গান নিয়ে এল ২০২০ সাল। খ্রিষ্টীয় নববর্ষ একেক শহরে একেকভাবে বরণ করা হয়েছে। আমাদের প্রাণের শহর; জাদুর শহর ঢাকায়ও নতুন বছরকে বরণ করেছে ঢাকাবাসী। আতশবাজি ফাটিয়ে কিংবা ফানুস উড়িয়ে ২০২০ সাল বরণ করেছে ঢাকাবাসী। রাত ১২টা বাজতেই শুরু হয় আতশবাজি পোড়ানো। রাতের আকাশে আতশবাজির আলো যেন রংধনুর মতো সাজতে চেয়েছিল; যেন শিল্পীর ক্যানভাসে তুলির এলোমেলো আঁচড়। তেমনই কিছু ছবি নিয়ে এই ছবির গল্প।
আতশবাজি, লেজার সো ও ফানুস উড়িয়ে পুরান ঢাকাবাসী নববর্ষ উদ্‌যাপন করেছে। কৈলাস ঘোষ লেন, ঢাকা, ১ জানুয়ারি, ২০২০। ছবি: দীপু মালাকার
রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই পুরান ঢাকার আকাশ আতশবাজিতে রঙিন হয়ে উঠে। ছবি: দীপু মালাকার
পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, কলতাবাজার, সূত্রাপুর, বংশাল এলাকায় এমন দৃশ্য দেখতে অনেকে বাড়ির ছাদে অপেক্ষা করেন। ছবি: দীপু মালাকার
অনেক বাড়ির ছাদ থেকে উড়েছে ফানুস। ছবি: দীপু মালাকার
আতশবাজির আলোতে আলোকিত হয় পুরো আকাশ। ছবি: দীপু মালাকার