Thank you for trying Sticky AMP!!

রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামান আর নেই

খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামান।

খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শনিবার দিবাগত রাত তিনটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক মনিরুজ্জামান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

ব্রেন স্ট্রোক করলে ৯ ডিসেম্বর অধ্যাপক মনিরুজ্জামানকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে আইসিইউতে রেখে তাঁর চিকিৎসা চলছিল।

অধ্যাপক মনিরুজ্জামানের ছেলে সাদিদ মুনির বলেন, আজ রোববার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর বাবার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গাজীপুরের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। 

অধ্যাপক মনিরুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অধ্যাপক মনিরুজ্জমানের জন্ম সিরাজগঞ্জের তারাকান্দি গ্রামে, ১৯৩৮ সালের ১ জুলাই। তাঁর বাবা আবদুল মজিদ তালুকদার ছিলেন স্কুলশিক্ষক।