Thank you for trying Sticky AMP!!

রায়েরবাগে কয়েল তৈরির কারখানায় আগুন

আগুন

রাজধানীর রায়েরবাগে আগুন লেগে অন্তত তিনটি কয়েল তৈরির কারখানা পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই আগুন আগে বলে জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

কদমতলী থানা সূত্রে জানা যায়, রাত সোয়া একটার দিকে পুলিশের একটি টহল দল খানকা শরীফ সড়কের পাশের কয়েল তৈরির কারখানা থেকে ধোঁয়া উড়তে দেখে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে জানানো হলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করে। রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, থানার পূর্বপাশের একটি জায়গায় ৩টি কয়েল তৈরির কারখানায় আগুন লাগে। এ সময় কারখানার ৬–৮ জন কর্মচারী নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। তিনি আরও বলেছেন, কয়েল তৈরির কাঁচামাল থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রলয় কুমার সাহা আরও বলেছেন, কয়েলের কাঁচামালগুলো অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তেই কারখানাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দুর্ঘটনা এড়াতে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রলয় কুমার সাহা।