Thank you for trying Sticky AMP!!

শিক্ষকদের সম্মান জানাল আইপিডিসি ও প্রথম আলো

>শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সম্মানিত এই শিক্ষকদের মধ্যে কেউ কেউ থাকেন প্রিয় শিক্ষক, যাঁদের দিকনির্দেশনা, শিক্ষাদানের পদ্ধতি, স্নেহ-ভালোবাসা আমাদের মনে আলাদা করে দাগ কাটে। তাঁদের জীবনের আদর্শই হয় আমাদের পথচলার প্রেরণা। দেশজুড়ে থাকা এমন অনন্য শিক্ষকদের খুঁজে বের করে সম্মানিত করল আইপিডিসি ও প্রথম আলো। আজ শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হলো।
দর্শক সারিতে অতিথিরা
অনুষ্ঠান সঞ্চালনা করেন কথাসাহিত্যিক আনিসুল হক
অদিতি মহসিনের গাওয়া রবীন্দ্রসংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়
স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান
বক্তৃতা করেন আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম
কথা বলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান
আজীবন সম্মাননা পান ফরিদপুরের শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ। তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর নাতনি।
বিচারকমণ্ডলীর পক্ষে কথা বলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমিরুল আলম
যশোরের শিক্ষক তারাপদ দাসের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ছেলে
সম্মাননা গ্রহণ করছেন ময়মনসিংহের শিক্ষক নাছিমা আক্তার
সম্মাননা গ্রহণ করছেন সাতক্ষীরার মো. আবদুস সালাম
সম্মাননা গ্রহণ করছেন কলসিন্দুর গ্রামের মফিজ উদ্দিন
সম্মাননা গ্রহণ করছেন টাঙ্গাইলের আবুল হাশেম (বাঁয়ে) এবং বাগেরহাটের মো. আসাদুল কবির
সম্মাননা গ্রহণ করছেন গাইবান্ধার মো. নূরুল আলম (বাঁয়ে) এবং ব্রাহ্মণবাড়িয়ার মো. শাহজাহান কবীর
অতিথিদের কাছ থেকে সম্মাননা নেন চট্টগ্রামের লুৎফুন্নিছা খানম এবং সফিক উল্ল্যা
রাঙামাটির নিরূপা চাকমার পক্ষে সম্মাননা গ্রহণ করেন চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা
মঞ্চে একসঙ্গে সম্মানিত শিক্ষকেরা